প্রকাশিত: Thu, Apr 20, 2023 8:12 AM
আপডেট: Mon, Jan 26, 2026 11:01 AM

পৃথিবীতে সবচেয়ে বেশি ডোনেশন দেয় বা চ্যারিটি করেন খ্রিস্টানরা

আবু রুশদ : [১] আপনি ধার্মিক হন, ভালো কথা। আপনি আপনার ধর্মকে পছন্দ করেন, খুশির কথা। কিন্তু আপনার কোনো অধিকার নেই অপরের ধর্মকে বা অন্য ধর্মের মানুষকে শুধু ধর্ম পরিচয়ের কারণে ব্যঙ্গ-বিদ্রুপ করা, হেয় করা। এতে নিজ ধর্মের মানমর্যাদা ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়া কোনো উপকার হয় না।  [২] আপনি ধর্ম মানেন না বা বিশ্বাস করেন না, ভালো কথা। আপনি যে ধর্মে বিশ^াস করেন না, সেটাও একটা বিশ^াস। কিন্তু ধার্মিক মানুষকে, ধর্মীয় রীতিকে নিয়ে ট্রল করবেন তা ইতরামি, কোনো সভ্য মানুষের কাজ না। বরং তা আপনার মনের ঘৃণা ও হিংসাকে প্রকাশ করে। এটা একটা উগ্রবাদী আচরণ। 

[৩] আপনি কোনো প্রতিষ্ঠানকে পছন্দ করেন না, ভালো। সেখানে আপনার মতে দুর্নীতি বা ভিন্ন কিছু আছে তাও মেনে নেওয়া যায়। কিন্তু সেখানে অন্য ধর্মের হওয়ায় নিজ ধর্মের প্রশংসা করে শুধু নিজেদের বাহবা নিতে চাইবেন সেটা উগ্রতা। এখানে আপনি ভালোর চেয়ে মন্দ ডেকে আনছেন বেশি। [৪] বৃষ্টি নিয়ে নামাজ আদায় মুসলমানদের চিরায়ত বিশ^াস। এটা নিয়ে মশকরা করা জঙ্গিত্ব, বেহায়াপনা ও অসংস্কৃত আচরণ। 

[৫] আপনি মুসলমান ছাড়া যে কেউ দান খয়রাত করে না, তা কীভাবে নিশ্চিত হলেন? পৃথিবীতে সবচেয়ে বেশি ডোনেশন দেয় বা চ্যারিটি করেন খ্রিস্টানরা। পশ্চিমা দেশগুলোয় যে লাখ লাখ মুসলমান ছাত্র পড়াশোনা করেন বৃত্তি নিয়ে তা খ্রিস্টান, ইহুদিদের দানের টাকা। বাংলাদেশের বহু হিন্দু রোজায় ইফতার বিতরণ করছেন (অন্তত আমি জানি)। তাই নিজেই একেবারে সবকিছুর বরকন্দাজ তা ঠিক নয়। ফেসবুক থেকে